বালাগঞ্জে আল কাওছার ইসলামী যুব সমাজ’র বৃক্ষরোপণ

বালাগঞ্জে আল কাওছার ইসলামী যুব সমাজ’র বৃক্ষরোপণ

বালাগঞ্জ(সিলেট)প্রতিনিধি:: যে ব্যক্তি কোনো বৃক্ষরোপণ করে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে ওই বৃক্ষের ফলের সমপরিমাণ প্রতিদান দান করবেন। (মুসনাদে আহমাদ, হাদিস ২৩৫৬৭)  এই হাদিসকে সামনে রেখে  আজ( ৯ই মার্চ) শনিবার আল-কাওছার ইসলামী যুব সমাজ’ সামাজিক সংগঠনের উদ্যোগে সোনাপুর ও রুপাপুর গ্রামের প্রতিটি মসজিদে শতাধিক  বৃক্ষরোপণ আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে সংস্থার সভাপতি বিলাল আহমদ তালুকদার  এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন  সাধারণ সম্পাদক শামিম আহমদ,
সহ-সাধারন সম্পাদক কাজি সাইফুল ইসলাম সুজন,কোষাধ্যক্ষ ওলিউর রহমান তালুকদার, সহ-কোষাধ্যক্ষ সিরাজ মিয়া,সিনিয়র সদস্য ক্বারি আং ছাত্তার, সদস্য জুবায়ের আহমদ তালুকদার, আব্দুল হক,সেবুল মিয়া, সংস্থার সদস্য ও ওসমানী নগর উপজেলা প্রেসক্লাবে ক্রীড়া সম্পাদক  আতাউর রহমান (কাওছার),সাংবাদিক  এস,এ রায়হান,শাহ সিপু,সেজন মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
উক্ত কর্মসূচি নিয়ে  সভাপতি বিলাল আহমদ তালুকদার বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে  ইতিমধ্যে বেশ কিছু কর্মসূচি বাস্তবায়নের পর পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এলাকার বিভিন্ন মসজিদে শতাধিক সবজির গাছ রোপণ  আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। আমাদের আজকের প্রোগ্রামের মূল লক্ষ্য ছিল এর মাধ্যমে বৃক্ষরোপণে সবাইকে উদ্বুদ্ধ করা।
সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা আমাদের প্রকৃতিকে সজীব রাখতে পারব। সকলের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের বাড়ির আশেপাশে বৃক্ষ রোপন করুন। পরিবেশকে সুন্দর ও সতেজ রাখতে সহায়তা করুন ।
সংঘের সাধারণ সম্পাদক শামিম আহমদ  বলেন, বৃক্ষরোপণ আর সকল মানব সেবার মতোই অন্যতম একটি সামাজিক কাজ। বৃক্ষ আমাদের পরম বন্ধু। পড়াশোনা ও সকল কাজের পাশাপাশি আমাদের সকলের উচিত পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বৃক্ষ রোপণ ও বৃক্ষের পরিচর্যা করা। সোনাপুর রুপাপুর গ্রামের প্রতিটি মসজিদের ন্যায় আগামীতে এলাকার সকল মসজিদে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ
উল্লেখ যে, আল-কাওছার ইসলামী যুব সমাজ একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। আর্তমানবতার সেবা, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ,  স্বাস্থ্যসেবা প্রদান এ ধরনের কাজের মাধ্যমে একটি আদর্শ ও কল্যাণমূলক সমাজ গড়ে তুলতে ২০২১ সাল থেকে কাজ করছে বেসরকারি এই সেবা সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *