ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জের বোয়ালজুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ঐতিহ্যবাহী সোনাপুর পুরাতন জামে মসজিদের কমিটি পুনর্গঠন করা হয়েছে।
শুক্রবার (০৮মার্চ) মসজিদে কমিটি পুনর্গঠনের লক্ষ্যে স্থানীয় মুসল্লীদের এক সভা অনুষ্ঠিত হয়। বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উপস্থিত মুসল্লীদের সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজি আব্দুল করিম, সহ-সভাপতি রাজা মিয়া, তজম্মুল হোসেন জনি (মেম্বার), হাজি খলকু মিয়া । সাধারণ সম্পাদক মতছির আলী মুন্না, সহ-সাধারণ সম্পাদক রফিক মিয়া, কোষাধ্যক্ষ মুশাহিদ আলী, মোতায়াল্লী মাওলানা মুজাম্মেল আলী।
এছাড়া সদস্য মোফাজ্জল হোসেন, মাওলানা জুনায়েদ আহমদ তালুকদার, সমজুল আলী, শামিম আহমদ, জমশেদ আলী, সুহেল আহমদ,জহুর আলী, টনু মিয়াকে মনোনীত করা হয়।
উল্লেখ্য যে,সিলেটের বালাগঞ্জের প্রচীনতম মসজিদের মধ্যে অন্যতম জামে মসজিদ এটি, সোনাপুর জামে মসজিদ নামে স্বাধীনতার পূর্ববর্তী সময় (যা সঠিক স্থাপিত সন জানাযায়নি) তিন গ্রামের যথাক্রমে সোনাপুর, রুপাপুর, বাদেহস্থিদূর এর মুসল্লীদের নিয়ে প্রতিষ্ঠিত হয় সোনাপুর জামে মসজিদ। বর্তমানে রুপাপুর, বাদেহস্থিদুর ও সোনাপুর, গ্রামে পাড়ায় পাড়ায় মসজিদ হওয়ায় মসজিদের অবস্থান সোনাপুর পশ্চিম (উত্তর) পাড়ায়। যা আদিকালের সাক্ষী হয়ে এখন ও বহমান পরর্বতিতে ২০১৬ সালের শুরুর দিকে মসজিদ ভবন পূর্ণ নির্মাণ করা হয়েছে। যা অদ্যাবধি বিভিন্ন সংস্কার কাজ চলমান রয়েছে।