বাংলা ভিউ ডেস্ক:: সিলেটে আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে জুনায়েদ ইসলাম(২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত জুনায়েদুলের ভাই জাহিদুল ইসলাম (৩৩)।
আজ মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামেরজামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদুল বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কনাই মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে জুনায়েদুল ও জাহেদুল একটি মামলার হাজিরা দিতে সিলেটের আদালতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফেঞ্চুগঞ্জের রুকনপুর গ্রামের জামে মসজিদের পাশে অটোরিকশা পৌঁছা মাত্র ১০/১৫ জনের একটি দুর্বৃত্ত দল অটোরিকাশায় হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই জুনায়েদুলের মৃত্যু হয় এবং জুনায়েদুলের বড় ভাই জাহিদুল গুরুতর আহত হন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি(তদন্ত) আরিফ হোসাইন জানান, পূর্ব বিরোধ থেকে জুনায়েদুল ও জাহেদুলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ঘটনাস্থলে জুনায়েদুল ইসলামের মৃত্যু হয়। আহতাবস্থায় জাহেদুলকে হাসপাতালে প্রেরণ করা হয়।
বালাগঞ্জ থানার ওসি মো. বদিউজ্জামান জানান, মারামারির ঘটনায় দীর্ঘদিন ধরে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধ ছিল। ২০২২ সালে হতাহতদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় হাজিরা দিতে গেলে প্রতিপক্ষরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।এতে জুনায়েদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।