নিজস্ব প্রতিবেদক:: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলাদের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটের ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগ পালন করেছে।
আজ(২৭ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকেলে উপজেলার তাজপুর খাশিপাড়ায় ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা সুমির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রাবেয়া বেগম, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য পারুল আক্তার, কোষাধ্যক্ষ জেসমিন আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ইউপি সদস্য রেখা রানী, ইউপি সদস্য চামেলী রানী, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবেক ইউপি সদস্য দিপ্তি রানী, আশা রানী সূত্রধর, সাবেক ইউপি সদস্য দিলারা বেগম, ইউপি সদস্য রোকিয়া বেগম ও রেজিয়া বেগম।
সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপির দিক নির্দেশনায় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও স্মাট বাংলাদেশ গড়তে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষে ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দরা।