নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ৭ বারের জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুজ জহুর শুকুরের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ।
ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু এক শোক বার্তায় বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী আব্দুজ জহুর শুকুর ছিলেন একজন দক্ষ সংগঠক ও দলের তৃণমূলের নিবেদিত প্রাণ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন।
ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রবীন এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।