নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ওসমানীনগরে আলহাজ্ব মিনা বেগম নুরানীয়া মহিলা দাখিল মাদরাসায় মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন এবং পুরস্কার বিতরণ করা হয় । আজ বুধবার মাদরাসার হলে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদরাসা সুপার মাওলানা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা নুর মোহাম্মদের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন, মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মিনা বেগম। বক্তব্য রাখেন, মাওলানা কাজী আবুল কালাম আজাদ, মাওলানা ইউনুছ আলী, শামছুর রহমান, উপস্থিত ছিলেন, সহ সুপার মাওলানা আব্দুল ওয়াহিদ চৌধুরী,শিক্ষক সাবিনা ইয়াসমিন, আব্দুর রহমান, রুনা আক্তার, আমবর হোসেন, আরিফা বেগম প্রমূখ। পরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।