নিজস্ব প্রতিবেদক:: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব। প্রেসক্লাবের পক্ষ থেকে ২১শে ফেব্রুয়ারী রাতের প্রথম প্রহরে উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ শহীদ মিনারে রাত ১২টা ১মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পুস্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর ও এনটিভি ইউরোপ এর প্রতিনিধি জুবেল আহমদ সেকেল, সহ–সভাপতি দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি আনোয়ার হোসেন আনা ও প্রেসক্লাব সদস্য দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি এমদাদুর রহমান খান।