নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১১টায় ওসমানীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ দিদারুল ইসলাম কায়েছের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ভিপি। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি রাজীব দাশ পুরকায়স্থ, ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আবদাল মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমদ, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, বীর মুক্তিযোদ্ধা পবিত্র মজুমদার, স্থানীয় সরকার প্রকৌশলী এসএম আব্দুল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মমতাজ বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন ও মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র হাবিবুর রহমান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা মাশরুফা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাল্গুনী ভট্রাচার্য, তথ্যসেবা কর্মকর্তা শাহরিন সুলতানা, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, সদস্য এমতাদুর রহমান খান। সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধ এবং শহীদদের আত্মার মাগফেরাতের মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শের প্রথম প্রহরের সিলেটের ওসমানীনগরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে ২১শের প্রথম প্রহরে উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সাবেক মুক্তযোদ্ধা কমান্ডারের নেতৃত্বে মুক্তযোদ্ধারা, উপজেলা প্রশাসন, ওসমানীনগর থানা, শেরপুর হাইওয়ে থানা, উপজেলা আনসার ভিডিপি, উপজেলা আওয়ামীলীগ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, পল্লী বিদ্যুৎ, ফায়ার ব্রিগেড, তাজপুর ডিগ্রি কলেজ,ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব, সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, যুবলীগ, ছাত্রলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।