মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের উন্নয়নে প্রবাসীদের ভুমিকা অতুলনীয় : হাবিবুর রহমান এমপি

মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের উন্নয়নে প্রবাসীদের ভুমিকা অতুলনীয় : হাবিবুর রহমান এমপি

নিজস্ব প্রতিবেদক :: সিলেট (বালাগঞ্জফেঞ্চুগঞ্জদক্ষিণ সুরমা) আসনের এমপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের উন্নয়নে প্রবাসীদের ভুমিকা অতুলনীয়। করোনা মহামারি বন্যাসহ যেকোনো দুর্যোগে প্রবাসীরা দেশের মানুষের প্রতি তাদের সাহায্যের হাত প্রসারিত করেন। প্রবাসীদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে, তাদেরকে নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমতো আদর যত্ন করতে হবে। তাদের সাথে একটু ভাল ব্যবহার দেখালে এলাকার মানুষকে হৃদয় উজার করে দান করতে পিচপা হবেন না প্রবাসীরা।

আজ রোববার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে সিলেটের বালাগঞ্জের বোয়ালজুর ইউপির চান্দাইর পাড়া উচ্চ বিদ্যালয়ে প্রবাসী বালাগঞ্জওসমানীনগরআদর্শ সমিতি ইউকের উদ্যোগে আয়োজিত বিনামূল্য চক্ষু শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রবাসী বালাগঞ্জওসমানীনগর আদর্শ সমিতি ইউকের সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জুয়েল আহমদ নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, প্রবাসী বালাগঞ্জওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সাধারণ সম্পাদক হিফজুর রহমান, প্রবাসী বোয়ালজুর ডেভলাপমেন্ট ট্রাস্টের সভাপতি মোতাহির আলী সুহেল, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহমদ সমিতির সদস্য নাহিদ জায়গীরদার। স্বাগত বক্তব্য রাখেন ইয়াওর মিয়া।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আজিজুর রহমান লকুছ, আবুবকর সিদ্দিক, প্রবাসী বালাগঞ্জওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সহসভাপতি মাহমদ আলী, চান্দাইর পাড়া সুন্নিয়া হাফিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সরওয়ারে জাহান, চান্দাইর পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশিল দেব নাথ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, আনোয়ার আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, মাসুক মেম্বার, বালাগঞ্জ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর সাবেক ছাত্রলীগ নেতা আবরার আহমদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন, খায়রুজ্জামান মাহিদ।

চক্ষু শিবিরে শতাধিক গরীব অসহায় চক্ষু রোগীকে বিনামূল্য ব্যবস্থাপত্র, ঔষধ চশমা প্রদান করা হয়। চোখের ছানি অপারেশনের জন্য ৫০জন রোগীকে বাচাই করে অপারেশনের ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *