নিজস্ব প্রতিবেদক:: পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলার কামার গাঁও,(বেলাল নগর) আলহাজ্ব রফাত-আছিয়া ইবতেদায়ী মাদরাসায় অর্ধ শতাধিক অসহায়-হতদরিদ্র শিক্ষার্থীর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী উক্ত মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ডাঃসামচ্ছুজ জামানও মাদরাসার পরিচালক সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক এডভোকেট মোজাক্কির হোসেন ।
সোমবার (১২ফেব্রুয়ারি) বুরুংগা বাজার ইউনিয়নের আলহাজ্ব রফাত-আছিয়া ইবতেদায়ী মাদরাসায় ব্যক্তিগত তহবিল থেকে এসব খাদ্য সামগ্রী ও শিরনী বিতরণ করেন। খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেককে ভোজ্য তেল, ছোলা, চাল,ডাল, পেঁয়াজ, ইত্যাদি দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে এডভোকেট মোঃ মোজাক্কির হোসেন বলেন, আসন্ন পবিত্র মাহে রমজানের তাৎপর্য, গুরুত্ব বজায় রেখে আমাদের সকলের কাজ করতে হবে। পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এ মাসের ফজিলত ও বরকত সব চেয়ে বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হতদরিদ্র মানুষেরা কষ্ঠে দিনযাপন করছেন। তাই মানুষের কল্যাণে দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি সমাজের সকল বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।
এসময় অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেনঃ পিন্সিপাল আলহাজ্ব মোদাব্বির হোসেন, শিক্ষক মাওলানা ক্বারি ওয়াহিদ আলী, হাফিজ আব্দুল হাকিম, সাংবাদিক এ,আর,কাওছার, আব্দুল্লাহ আল মামুন, শিক্ষিকা শারমিনা আক্তার, তামান্না আক্তার লিমা, মানবাধিকার কর্মী হাজি মাসুক মিয়া, আব্দুল কাইয়ুম,শুকুর আলী,রাসেল আহমদ,শাহিন মিয়া,শেখ ওহি, অভিবাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।