প্রেস বিজ্ঞপ্তি:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার পদপ্রার্থী শফিকুর রহমান চৌধুরীর ওসমানীনগরে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও বিশ্বনাথে প্রচার মিছিল করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে কার্যালয়টি উদ্বোধন করা হয়।
শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-২ আসনে ওসমানীনগর- বিশ্বনাথ এলাকা উন্নয়নের জন্য পুনরায় আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি অঙ্গীকার করছি, জনগণের ভোটে জয়ী হলে অবশ্যই প্রধানমন্ত্রীর মর্যাদা রক্ষা করে মানুষকে আন্তরিক সেবা দেব। ওসমানীনগর ও বিশ্বনাথ এলাকাকে একটি স্মার্ট, উন্নত শহরে পরিণত করতে আমি আন্তরিকভাবে কাজ করব। অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে আমৃত্যু কাজ করব। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-২ আসনে উন্নয়নের জন্য শফিক চৌধুরীকে দীর্ঘ ১০ বছর পর আবারো মনোনয়ন দিয়েছেন। তাঁকে জয়ী করতে দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে কাজ করতে হবে।’
ওসমানীনগরে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আব্দাল মিয়া, নেফা মিয়া, গোলাম কিবরিয়া, আলাউর রাহমান আলা, যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, তফজ্জুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, আনা মিয়া, লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, প্রচার সম্পাদক চয়ন পাল, সাংস্কৃতিক বিষয়ক ডি কে জয়ন্ত, কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ, ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মজিমা সুলতানা সুমি, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা, উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দিলদার আলী, দপ্তর সম্পাদক আব্দুল মন্নান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমিন, যুগ্ম আহবায়ক সুজন মাহমুদ, জাবেদ আহমদ আবির।
বিশ্বনাথে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলার আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, হিরন মিয়া, সেলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মুকদ্দুস আলী, ত্রান বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন, সদস্য কাউন্সিলর ফজর আলী, রফিক আলী, তপন দাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষকলীগের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম হান্নান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন, সিরাজুল ইসলাম রোখন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।