ওসমানীনগরে শহীদ বুদ্ধিজীবী  দিবস পালিত

ওসমানীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ(১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ওসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাশ পুরকায়স্থের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শামিম আহমদ ভিপি, নবাগত ওসি রাশেদুল হক, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আবদাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তফজ্জুল হোসেন, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাদীপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুল, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এস এম আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, দারিদ্র বিমোমচন কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পাল ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ। সভার শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলার বুরুঙ্গা গণকবরে পুস্পস্তবক অর্পন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *