সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ : শফিক চৌধুরী

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ : শফিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :: জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ। যেখানে সকল ধর্মের মানুষ একত্রে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। গতকাল রবিবার দিনব্যাপী ওসমানীনগরে বিভিন্ন দুর্গা পূজার মন্ডপ পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন। পুনরায় নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। মন্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহসভাপতি আবদাল মিয়া, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, আলাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তফজ্জুল হোসেন, ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, লুৎফুর রহমান, কোষাধ্যক্ষ শাহ নুরুর রহমান সানুর, সাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহেদ আহমদ মূছা, জেলা পরিষদ সদস্য আবদুল হামিদ, আওয়ামী লীগ নেতা মঞ্জুর আহমদ, বাবর খান, ফারুক আহমদ, মাহবুবুর রহমান চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক খালিছ মিয়া, জেলা যুবলীগের সহসভাপতি মনির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক লিলুউর রহমান পংকী, উপজেলা পূজার উদযাপন পরিষদের সভাপতি চয়ন পাল, সাধারণ সম্পাদক শংকর সেনসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী সাথে ছিলেন।
শফিকুর রহমান চৌধুরী নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার সার্বজনীন ২৭টি ও ব্যক্তিগত ৭টি পূজা মন্ডপ পরিদর্শণ করেন এবং পূজারী ও পূন্যার্থীদের খোঁজখবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *