নিজস্ব প্রতিবেদক :: সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা বেল ষষ্ঠীর মধ্য দিয়ে সারা দেশের ন্যায় সিলেটের ওসমানীনগরে আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। এবার উপজেলার বিভিন্ন এলাকায় ৩৪টি পুজা মন্ডপে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। তার মধ্যে ২৭টি পুজা মন্ডপে সার্বজনীন এবং ৭টিতে ব্যক্তিগত পুজা অনুষ্ঠিত হবে। ওসমানীনগর থানা পুলিশ বিভিন্ন দিক পর্যালোচনা করে ৩৪টি পুজা মন্ডপের মধ্যে ১০টিকে অধিক গুরুত্বপূর্ণ, ১২টি গুরুত্বপূর্ণ এবং ১২টি পুজা মন্ডকে সাধারণ পুজা মন্ডপ হিসেবে চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে। প্রতিটি অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ পুজা মন্ডপ গুলোতে সার্বক্ষনিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। প্রতি তিনটি পুজা মন্ডপের জন্য একটি করে পুলিশের টহল টিম মোতায়েন থাকবে যাতে যেকোনো অপৃতিকর ঘঠনা এরাতে ৫মিনিটের মধ্যে পুজা মন্ডপে টহল টিম উপস্থিত হতে পারে সে ভাবে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বেল ষষ্ঠীর দিন থেকে প্রতিমা বির্সজন পর্যন্ত ৫দিন অধিক গুরুত্বপূর্ণ পুজা মন্ডপে ৬জন করে আনসার সদস্য, গুরুত্বপূর্ণ পুজা মন্ডপে ৪জর করে এবং সাধারণ পুজা মন্ডপে ২জন করে ২৪ঘন্টা আনসার সদস্য দায়িত্ব পালন করবে। সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন ২৭টি সার্বজনীন পূজা মন্ডপে প্রতিটিতে ৫শ’ কেজি করে সাড়ে ১৩ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করায় উপজেলার ৩৪টি পুজা মন্ডপের পুজারী ও পুজা পরিষদ সন্তেÍাষ প্রকাশ করেছেন।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংকর সেন বলেন, ওসমানীনগরে সাস্প্রদায়িক সস্পৃতির উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও সেই সম্পৃতি বজায় থাকবে বলে আমি আশা করছি। প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আশা করি কোনো সমস্যা ছাড়াই আমাদের উপজেলার ৩৪টি পুজা মন্ডপে সুন্দর ভাবে দূর্গা পুজা সম্পন্ন হবে।
ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, থানা পুলিশের পক্ষ থেকে আমরা আসন্ন শারদীয় দূর্গা পুজা উদযাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছি। পুলিশের একাধিক টিম সার্বক্ষনিক পুজা মন্ডপ গুলোতে নজরদারি রাখবে। প্রতি ৩টি পূজা মন্ডপের জন্য একটি করে পুলিশের টগল টিম থাকবে। তাছাড়া আমি নিজেও সার্বক্ষনিক বিভিন্ন পুজা মন্ডপের দিকে নগরদারি রাখব। আশা করি কোনো অপৃথীকর পরিস্থিতি ছাড়াই আসন্ন শারদীয় দূগা পুজা সম্পন্ন হবে।