নিজস্ব প্রতিবেদক:: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২(ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামসীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে নৌকার মনোনয় প্রদানের দাবী জানিয়েছেন দলীয় নেতা কর্মিরা। বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দলীয় এমপি না থাকায় দীর্ঘ ১০টি বছর উন্নয়ন বঞ্চিত অবহেলিত হওয়ার কারণে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এমন দাবী জানান স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা।
আজ(১৯ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে উপজেলার তাজপুর কদমতলাস্থ ডাক বাংলোয় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমানের ব্যক্তিগত পক্ষ থেকে পুজারীদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান চৌধূরী। ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চয়ন পালের সভাপতিত্বে এবং শিক্ষক অজিত পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাদীপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, জেলা যুবলীগের সহ-সভাপতি মনির মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আরিজ আলী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংকর সেন। অনুষ্ঠানে শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে ২৭টি সার্বজনীন পূজা মন্ডপের পূজারীদের মধ্যে ২৭০টি শাড়ি এবং যুক্তরাজ্য আওয়ামীলীগের জনংযোগ সম্পাদক রবিন পালের পক্ষ থেকে ২৭০টি টিশার্ট বিতরণ করা হয়।