নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের নবাগত ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান ও প্রথম ক্লাসের উদ্বোধন করা হয়েছে। আজ( ৮ অক্টোবর) রোববার সকাল সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে নবীরবরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও দ্বাদশ শ্রেণির ছাত্রী আবিদা নওরিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিবডির সাবেক সদস্য আলাউর রহমান আলা, আব্দুল কুদ্দুছ শেখ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কৃপা সিন্ধু দেব, ইতিহাস বিভাগের কহকারী অধ্যাপক নিশেন্দু পোদ্দার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অর্পণা চৌধুরী, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহিম কয়েস, গণিত বিভাগের প্রভাষক ইমাম হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক রুহুল আমীন, ইংরেজী বিভাগের প্রভাষক অর্জুন দেব ও দিলীপ কুমার চক্রবর্তী, রসায়ন বিভাগের প্রভাষক মোজাম্মেল হক মৃধা এবং একাদশ শ্রেণির নবাগত ছাত্রী রূপকথা সূত্রধর। অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে একাদশ শ্রেণির নবাগত ছাত্রীদের মধ্যে কলেজের পরিচয়পত্র ও লাইব্রেরী কার্ড বিতরণ করা হয়।