নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ওসমানীনগরের ব্যবসায়ী প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহসড়কে অসংখ্য খানাখন্দ, বৃষ্টিতে মহাসড়ক জুরে কাদা, আর রোধে ধুলোবালির জন্য ব্যবসা বানিজ্যে ব্যাঘাতে অতিষ্ঠ হয়ে মহাসড়ক সম্পুর্ণ সংস্কারের দাবীতে ব্যবসায়ী ও সাধারণ জনতা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে। আজ শনিবার বেলা আড়াইটা থেকে থেকে প্রায় সোয়া তিনটা পর্যন্ত পৌনে এক ঘন্টা উপজেলার গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে ব্যবসায়ী জনতা। অবরোধ কালে মহাসড়কের দুদিকে শত শত যাত্রীবাহী যানবাহন আটকা পরে। এ সময় একজন বিদেশী ভিআইপি অবরোধে আটকা পরেন তবে পুলিশ এবং অবরোধকারীদের সহযোগীতায় এই বিদেশী অবরোধস্থল থেকে রেহাই পান। অবরোধ চলাকালে অবরোধকারীরা সড়ক পূর্ণাঙ্গ সংস্কারের দাবীতে নানা ধরণের শ্লোগান দিতেও দেখা যায়। পরে গোয়ালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক ও ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিনের অনুরোধ এবং সড়ক ও জনপধ বিভাগের সিলেটের নির্বাহী প্রকৌশলীর সাথে আলাপ করে গোয়ালাবাজার অংশের মহাসড়কে সংস্কারের আশ্বাসে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।
গোয়ালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, গোয়ালাবাজারের বর্তমান চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর(সার্কেল) সহ সংশ্লিষ্টরা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে গোয়ালাবাজারের মহাসড়কের সংস্কারে একটি স্থায়ী পদক্ষেপ নেয়ার আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।
ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলীর সাথে আলাপ হয়েছে তিনি(আজ শনিবার) বিকেলে থেকেই গোয়ালাবাজারে মহসড়ক সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। অবরোধকারীরা আমাদের আশ্বাসে অবরোধ তুলে নেয়।