সিলেটের ওসমানীনগরের প্রাইভেট কারচাপায় সালমা বেগম(৫২) ও আব্দুল কাইয়ুম(৩২) নামের মা ছেলের মৃত্যু হয়েছে। আজরবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেট–ঢাকামহাসড়কের উপজেলার তাজপুর ইউপির ইলাশপুরস্থ ভার্ড চক্ষুহাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সালমা বেগম ও আব্দুল কাইয়ুম দক্ষিণ সুরমা উপজেলারকামালবাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী ও ছেলে। তারা ভার্ডচক্ষু হাসপাতালের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসাপ্রাইভেটকার (ঢাকা মেট্রো গ– ২৯–০৫৪৫) রাত সাড়ে আটটারদিকে সিলেট–ঢাকা মহাসড়কের ভার্ড চক্ষু হাসপাতালের সামনেগেলে মহাসড়ক পার হতে থাকা সালমা ও তার ছেলেকে চাপা দিলেঘটনাস্থলেই মা ছেলে নিহত হন। খবর পেয়ে তাজপুর ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করেসিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণকরে।
প্রাইভেটকার চাপায় মা ছেলে নিহতের বিষয়টি নিশ্চিত করেওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, হাইওয়েপুলিশকে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক প্রাইভেটকার জব্দকরা হয়েছে।