নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ওসমানীনগরে মোহাম্মদ নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেবকে সভাপতি এবং গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফ আলীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের ঐক্যমতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল হক, সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুলাল মিয়া, খুজগীপুর মান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কায়েসুর রহমান এবং বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে সহ-সভাপতি করা হয়েছে। কমিটিতে বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক গাজী মিজানুর রহমান ও সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক, খুজগীপুর মান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মুহসীন আলীকে অর্থ সম্পাদক, বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক আশীষ চক্রবর্ত্তীকে দপ্তর সম্পাদক, কুরুয়া বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলী আকবরকে শিক্ষা ও গবেষণা সম্পাদক, ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদকে সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বেগমপুর শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ অলি উল্ল্যাহকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিমকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক রিতা চক্রবর্ত্তীকে মহিলা বিষয়ক সম্পাদক করা হয়েছে।