নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ওসমানীনগরে দাওয়াতুল ঈমান মক্তবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মক্তবের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ইসলামী চিন্তবিদ হযরত মাওলানা আশরাফুল ইসলামের যুক্তরাজ্য থেকে স্বদেশ আগমন উপলক্ষে উপজেলার দয়ামীর ইউপির চিন্তামনিস্থ মক্তবে আজ শনিবার(১২ আগস্ট) বাদ যোহর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামেয়া কাছিমুল উলুম শাহজালাল(র:) দরগাহ মাদ্রাসার মুহাদ্দিছ মুফতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও মক্তবের উপদেষ্টা রোটারিয়ান শাহ জামাল আহমদের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, বিশেষ অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেচল আহমদ সেকেল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, খাগদিওর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল মতিন, দয়ামীর দারুল কোরআন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আহমদ কাশেমী, নাদামপুর মাদ্রাসার বড় হুজুর মাওলানা শামিম আহমদ, মক্তবের উপদেষ্টা আওয়ামীলীগ নেতা সেবুল আহমদ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মনোয়ার হোসেন, মক্তবের উপদেষ্টা সুফিয়ান খান, আব্দুল মুমিন, ফয়সল খান, সাইফুল ইসলাম ও সানি আহমদ।
দোয়া পরিচালনা করেন, অনুষ্ঠানের সংবর্ধীত অতিথি মক্তবের প্রতিষ্ঠাতা হাফিজ মাওলানা আশরাফুল ইসলাম। পরে শিরনী বিতরণের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সমাপ্তি করা হয়।