পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব : আনোয়ারুজ্জামান চৌধুরী

পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব : আনোয়ারুজ্জামান চৌধুরী

বাংলা ভিউ ডেস্ক:: সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘নগরবাসীর সমর্থন নিয়েই প্রতিটি এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। এজন্য সবার সচেতনতা প্রয়োজন। তিনি বলেন, এখন ডেঙ্গুর মৌসুম। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমক জোরদার করার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। নিজেদের বাসা-বাড়ির আঙিনা রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দিকে সবাইকে নজর দিতে হবে। একাজে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের এগিয়ে আসতে হবে।’

শুক্রবার (১১ আগস্ট) সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডেও টিলাগড় জামে-মসজিদে পবিত্র জুমআর নামাজ আদায় করে মুসল্লিদের সাথে কুশলাদি বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ ব্যাপারে তিনি নগরবাসীর সচেতনতা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

টিলাগড় জামে মসজিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে নবনির্বাচিত মেয়রকে অবগত করেন স্থানীয় মুসল্লিরা। জবাবে আনোয়ারুজ্জামান চৌধুরী এসব সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা ও সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *