আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ : পররাষ্ট্রমন্ত্রী

আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ : পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ভিউ ডেস্ক:: পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি বলেছেন, ‘শিক্ষার্থীদের আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় ও ইচ্ছা থাকলে জীবনে সফলতা সম্ভব। সকল প্রকার প্ররোচণার ঊর্ধ্বে থেকে শান্তি-শৃঙ্খলার সাথে চলতে হবে। আল্লাহ হাত-পা সবকিছু দিয়েছেন, এটাকে কাজে লাগাতে হবে। এটাকে কাজে লাগাতে পারলে জীবনে সফলতা আসবে। আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ। এটাকে কাজে লাগাতে পারলে আমাদের স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে। আমরা একটা উন্নত সমৃদ্ধশালী স্থিতিশীল অসাম্প্রদায়িক অর্থনীতি গড়ে তুলতে পারব। আমরা যদি মানবসম্পদ উন্নয়ন করতে পারি তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন-২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে পারব। সিলেট জেলা পরিষদ আয়োজিত ২০২৩ সালের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের সভাপতিত্বে ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ’র স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর রমা বিজয় সরকার, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি মো. শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ ও সিএ একেএম কামারুজ্জামান মাসুমের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন, জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী কালা মিয়া, সুষমা সুলতানা রুহি, মোছাদ্দিক আহমদ, মো. নাসির উদ্দিন, মো. আব্দুল হামিদ, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, ফয়জুল ইসলাম ফয়ছল, সুবাস দাশ, ইফজাল আহমদ চৌধুরী । শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সুমাইয়া জান্নাত ও আবু তাহের। বৃত্তি প্রদান অনুষ্ঠানে ৩৯৩ জন শিক্ষার্থীকে মোট ১৯ লাখ ৮৪ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *