নিজস্ব প্রতিবেদক: সিলেটে-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধূরী এবার ভারপ্রাপ্ত থেকে পূর্ণ সভাপতি হলেন। আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার (৬ আগস্ট) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ ঘোষণা দেন।
বাংলা ভিউকে শফিকুর রহমান চৌধুরী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
গণভবনে আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়। এতে সিলেটের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। এছাড়াও সাড়া দেশের জেলা মহানগর উপজেলা থানা পৌরসভার সভাপতি/সাধারণ সম্পাদকগণ অংশ গ্রহন করেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী পূর্ণ সভাপতি হওয়ায় আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, আমাকে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সিলেট জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ সভাপতি দায়িত্ব প্রদান করায় দলের প্রতি আরো দায়িত্ব বেড়ে গেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দলের সব পর্যায়ে নেতা কর্মিদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো।