৬ ম্যাচ পর পাওয়া গোলে রোনালদোর নতুন রেকর্ড

৬ ম্যাচ পর পাওয়া গোলে রোনালদোর নতুন রেকর্ড

গোল করা যেন ভুলেই গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের প্রাক্-মৌসুম প্রস্তুতি মোটামুটি ভালো হলেও সময়টা ভালো কাটছিল না তাঁর। প্রতিযোগিতামূলক ও প্রীতি ম্যাচ মিলিয়ে সর্বশেষ ৬টি ম্যাচে ১টিতে জিতেছে তারা। ৩টি ম্যাচ ড্র করেছে, হেরেছি বাকি ২টিতে।

এই ৬ ম্যাচে আল নাসর প্রতিপক্ষের জালে ৭ বার বল পাঠিয়েছে। এর মধ্যে একটিও আল নাসরের পর্তুগিজ তারকার ছিল না। অবশেষে আজ সেই গোলের খরা কাটালেন রোনালদো। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আল নাসর। ৭৪ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেছেন রোনালদো।

আরও পড়ুনরিয়ালের ৭ নম্বর জার্সি হাতে ভিনি বললেন, ‘রোনালদো আমার আদর্শ’

এই গোলে অসাধারণ একটি রেকর্ডও গড়েছেন পর্তুগালের তারকা। গোলটি তিনি করেছেন ডান প্রান্ত থেকে আসা ক্রস থেকে দুর্দান্ত এক হেডে। রেকর্ডটা এখানেই। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে এটি রোনালদোর ১৪৫তম গোল। হেড থেকে এত গোল এর আগে কেউ করতে পারেননি।

হেড থেকে সবচেয়ে বেশি গোল করায় রেকর্ড বইয়ে রোনালদো পেছনে ফেলেছেন জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলারকে। জার্মানির ১৯৭৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য মুলার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে করেছেন ১৪৪ গোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *