ছয় মাসে ৩৮ কোটি টাকা মুনাফা বিকাশের

ছয় মাসে ৩৮ কোটি টাকা মুনাফা বিকাশের

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) ৩৮ কোটি টাকা মুনাফা করেছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশ। গত বছরের একই সময় প্রতিষ্ঠানটি ৪২ কোটি টাকার বেশি লোকসান করেছিল। আজ সোমবার ব্র্যাক ব্যাংকের প্রকাশিত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন থেকে বিকাশের মুনাফার এ তথ্য পাওয়া গেছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে বিকাশ ২ হাজার ৩১৫ কোটি টাকার ব্যবসা করেছে। যার বিপরীতে সরকারকে ভ্যাট দিয়েছে ২৮৩ কোটি টাকা। এ ছাড়া আয়কর দিয়েছে প্রায় ১৯ কোটি টাকা। এ ছাড়া কোম্পানির পরিচালন খরচ ছিল ১ হাজার ৪৫২ কোটি টাকা। সব খরচ ও কর–ভ্যাট বাদ দেওয়ার পর বিকাশের মুনাফা দাঁড়ায় ৩৮ কোটি ২২ লাখ টাকায়।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছর তথা ২০২২ সালের প্রথম ছয় মাসে বিকাশ ব্যবসা করেছিল ১ হাজার ৮৭৯ কোটি টাকা। তার বিপরীতে সব খরচ ও কর–ভ্যাট বাদ দিয়ে কোম্পানিটির লোকসান দাঁড়িয়েছিল প্রায় সাড়ে ৪২ কোটি টাকা। তবে গত বছর শেষে অর্থাৎ ২০২২ সাল শেষে বিকাশ সাড়ে ১৭ কোটি টাকা মুনাফা করেছিল।

সর্বশেষ আর্থিক বিবরণী অনুযায়ী, বিকাশ গত বছর যে মুনাফা করেছিল, চলতি বছরের প্রথম ছয় মাসে সেই মুনাফা দ্বিগুণ হয়ে গেছে। এখনো চলতি বছরের আরও ছয় মাস বাকি।

বিকাশের যাত্রা শুরু হয় ২১ জুলাই ২০১১ সালে। যাত্রা শুরুর পর ২০১৪ সালে প্রথম মুনাফা করে কোম্পানিটি। এরপর ২০১৮ সাল পর্যন্ত টানা পাঁচ বছর মুনাফায় ছিল কোম্পানিটি। সর্বোচ্চ মুনাফা করে ২০১৭ সালে, ৪৮ কোটি টাকা। এরপর বড় ধরনের বিনিয়োগের কারণে ২০২১ সাল পর্যন্ত তিন বছর লোকসান করে বিকাশ। সেই লোকসানের ধারা থেকে আবারও মুনাফা ফেরে গত বছর। মুনাফা সেই ধারা এ বছরের প্রথম ছয় মাসেও ধরে রেখেছে কোম্পানিটি।

বিকাশের মুনাফার বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির করপোরেট যোগাযোগ বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ‘প্রযুক্তিনির্ভর কোম্পানি হিসেবে আমরা প্রযুক্তি ও পণ্যের মান উন্নয়নে বিনিয়োগ করেছি। আমাদের আয়ের একটি বড় অংশ আমরা পুনর্বিনিয়োগ করেছি। তারই সুফল এখন পেতে শুরু করেছি আমরা।’

বিকাশের মালিকানার ৫১ শতাংশই রয়েছে ব্র্যাক ব্যাংকের হাতে। ব্র্যাক ব্যাংক ও যুক্তরাষ্ট্রের মানি ইন মোশনের যৌথ মালিকানায় শুরু হয় বিকাশের যাত্রা। এরপর এটির মালিকানার সঙ্গে যুক্ত হয় বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), আলীপে, দ্য বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন, সফটব্যাংকের মতো বিশ্বখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *