ব্যাপক সাড়া জাগিয়ে আজ কলকাতায় শেষ হলো পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। গত তিন দিন এই উৎসবকে কেন্দ্র করে জমজমাট ছিল কলকাতার সাংস্কৃতিক অঙ্গন নন্দন চত্বর। দুটি প্রেক্ষাগৃহ নন্দন-১ এবং নন্দন-২–তে দেখানো হয়েছে বাংলাদেশের ২২টি চলচ্চিত্র। প্রতিদিন তিনটি প্রদর্শনী ছিল। আর বিনা মূল্যে এই চলচ্চিত্র দেখানো হয়েছে কলকাতার চলচ্চিত্রপ্রেমীদের। প্রতিদিনই ভিড় উপচে পড়ছিল নন্দন চত্বরে। চলচ্চিত্রপ্রেমীরা লাইন দিয়ে প্রেক্ষাগৃহে প্রবেশ করেছেন। দেখেছেন বাংলাদেশের চলচ্চিত্র। মুগ্ধও হয়েছেন তাঁরা।
আজ উৎসবের শেষ দিনে দেখানো হয়েছে ‘গুণিন’, ‘বিউটি সার্কাস’, ‘মা’, ‘ন-ডরাই’, ‘আলফা’ ও ‘পাপ পুণ্য’। আজ রাত আটটায় এই উৎসবের পর্দা পড়ে।
উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র দেখাতে আসা কয়েকজন দর্শকের সঙ্গে কথা হয় প্রথম আলোর। অনেক দর্শক প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে বলেছেন, ‘দারুণ করেছে বাংলাদেশ। ভাবতেই পারছি না বাংলাদেশ এত উন্নত মানের ছবি করতে পারে।’