অ্যাডিডাসের সঙ্গে রেকর্ড গড়া ৯০ কোটি পাউন্ডের চুক্তি ইউনাইটেডের

অ্যাডিডাসের সঙ্গে রেকর্ড গড়া ৯০ কোটি পাউন্ডের চুক্তি ইউনাইটেডের

ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের আগের ১০ বছরমেয়াদি ‘কিট’ চুক্তিটি ছিল ৭৫ কোটি পাউন্ডের। সেই চুক্তিই আরও ১০ বছরের জন্য নবায়ন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর তাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে খেলার সরঞ্জাম (কিট) নিয়ে সবচেয়ে দামি চুক্তির রেকর্ড গড়েছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। আজ নিজেদের ওয়েবসাইটে চুক্তির মেয়াদ বাড়ানোর খবর জানিয়েছে ইউনাইটেড।

ম্যানচেস্টার ইউনাইটেড আগের চুক্তিটি সই করেছিল ২০১৪ সালে। নতুন এ চুক্তির মেয়াদ ২০৩৫ সালের জুন পর্যন্ত এবং সেখান থেকে মোট ৯০ কোটি পাউন্ড পাবে ইউনাইটেড। বিবিসি জানিয়েছে, মৌসুমপ্রতি আয়ের হিসাবে প্রিমিয়ার লিগের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ‘কিট’ চুক্তি। ২০১৬ সালে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির সঙ্গে ৯০ কোটি পাউন্ডের চুক্তি করেছিল চেলসি, কিন্তু সেই চুক্তি ছিল ১৫ বছর মেয়াদি যা কার্যকর হয়েছে ২০১৭ থেকে।

মৌসুমপ্রতি আয়ের হিসাবে চেলসির তুলনায় নতুন এই কিট চুক্তিতে বেশি টাকা আয় করবে ইউনাইটেড। চেলসি নাইকির সঙ্গে চুক্তিতে মৌসুমপ্রতি আয় করছে ৬ কোটি পাউন্ড করে। ইউনাইটেড আয় করবে মৌসুমপ্রতি ৯ কোটি পাউন্ড।

১৯৮০ থেকে ১৯৯২ পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে খেলার সরঞ্জাম সরবরাহের চুক্তি ছিল অ্যাডিডাসের। ২৩ বছর পর জার্মানির প্রতিষ্ঠানটি নাইকিকে সরিয়ে ২০১৫-১৬ মৌসুম থেকে আবারও ইউনাইটেডের সঙ্গে ১০ বছর মেয়াদি কিট চুক্তি করেছিল। তখনো ৭৫ কোটি পাউন্ডের সেই চুক্তিতে রেকর্ড গড়েছিল ইউনাইটেড। ক্লাবটির এক সূত্রের পক্ষ থেকে মেইল অনলাইনকে বলা হয়েছে, অ্যাডিডাসের সঙ্গে এই চুক্তি হবে আগামী এক দশকে ইউনাইটেডের আয়ের সবচেয়ে বড় উৎস।

গত মৌসুমে ইউনাইটেড ইউরোপের শীর্ষ এই ক্লাব প্রতিযোগিতায় খেলতে না পারলেও আগামী মৌসুমে খেলার টিকিট পেয়েছে। ইউনাইটেডের মালিকপক্ষ যুক্তরাষ্ট্রের ধনকুবের গ্লেজার পরিবার ক্লাবটি বিক্রি করা নিয়ে দেনদরবার করছে। তারাও জানিয়েছে, নতুন এই চুক্তিতে ‘নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে ৯০ কোটি পাউন্ড আয়ের নিশ্চয়তা রয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *