অপহৃত কোরীয় কূটনৈতিককে উদ্ধারের গল্পে সিনেমা

অপহৃত কোরীয় কূটনৈতিককে উদ্ধারের গল্পে সিনেমা

আশির দশকে লেবাননে একজন কোরীয় কূটনৈতিককে অপহরণের ঘটনা অবলম্বনে নির্মিত কোরিয়ান সিনেমা ‘র‍্যানসমড’ মুক্তি পাচ্ছে আগামী আগস্টে। সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা কিম সাং হুন। এর আগে ‘কিংডম’ সিরিজ ও ‘ট্যানেল’ সিনেমা নির্মাণ করে পরিচিতি পেয়েছেন তিনি। খবর বার্তাসংস্থা ইয়োনহ্যাপের

১৯৮৬ সালের জানুয়ারিতে অস্ত্রের মুখে লেবাননের রাজধানী বৈরুত থেকে চা সাং নামে এক কোরীয় কূটনৈতিককে অপহরণ করা হয়। বড় অঙ্কের মুক্তিপণের বিনিময়ে অপহরণকারীরা ১৯৮৭ সালের অক্টোবরে তাঁকে মুক্তি দেয়।

মূলত সেই কূটনৈতিককে উদ্ধারের গল্পে আবর্তিত হয়েছে সিনেমাটি। সিনেমায় দেখা যাবে, অপহৃত কূটনৈতিককে উদ্ধারের দায়িত্ব পড়ে মিন জুন নামের এক তরুণ কূটনৈতিকের কাঁধে, এই চরিত্রে অভিনয় করেছেন হা জাং উ। তিনি ছাড়াও জু জি হুন, পার্ক হিয়োক কোয়ানসহ আরও অনেকে অভিনয় করেছেন।

সিনেমাটি নিয়ে নির্মাতা কিম সাং হুন বলেন, ‘বিশ্বাসকে পুঁজি করে একে অপরকে রক্ষার গল্প। অপহৃত কূটনৈতিককে উদ্ধারের পেছনে কেউ না কেউ ছিলেন। তবে কে ছিলেন, সেটা আমার জানা নেই। জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে উদ্ধার করা সেই পেছনের মানুষকে নিয়েই সিনেমাটি করেছি।’
লেবাননে সিনেমার সেট নির্মাণ করা হলেও বেশির ভাগ দৃশ্য মরক্কোতে ধারণ করা হয়েছে। মরক্কোতে চার মাসের মতো শুটিং করেছেন তাঁরা। সিনেমাটি কোরিয়াসহ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ২ আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *